ঘুরে ফিরে আসে সেই দিন,
কখনো বেদনার কখনো বা-
হাসি খুশি রঙিন।

কখনো স্মৃতিগুলো কেঁদে-
হেসে লুটায় নিরালায়, কখনো-
হয়না তা মলিন।

দিনপঞ্জির পাতায় পাতায়-
লিখে রাখি সবটায়,
অপেক্ষার সেদিন।

হয়ত বিয়োগ ব্যথা
অথবা বিষাদ গাথা
ঘটে যায় নিত্যদিন।

অথবা হাসির রেখা
দিয়ে যায় দেখা
এ হৃদয় সম্মোহীন।

কবে তুমি দিয়েছিলে মেখে
আমার এ দুটি ঠোঁটে
ভালোবাসার ঋণ।

আমি লিখে রাখি
আমি লিখে রাখি
পঞ্জির পাতায় সেই দিন।