তুমি প্রভু দয়াময় বাবা লোকনাথ,
বিভেদ করোনি তুমি কোন জাত,পাত।
তোমারই তরে প্রভু সকলে সমান,
সবারই প্রতি করো করুণার দান।
পাপ, তাপ বিনাশ ও তোমারই নামে,
তাই ছুটে আসি বাবা এই পূণ্য ধামে।
পুত্র করো মোরে বাবা করো গো পবিত্র,
তোমার গুণ কির্তন সদা-ই সর্বত্র।।

ত্রিকাল জয়ী মহান পিতা ওগো তুমি,
তোমার তরেতে প্রাণ সপেছি যে আমি।
যেমনে চালাও তুমি তেমনই চলি,
মন্ত্র হীন পূজা মোর করি গো অঞ্জলি।
বিপদে আশ্রয় খুঁজি তোমায় স্মরণে,
রণে, বনে, জলে ও জঙ্গলে সবখানে।।

তারিখ:২৩/০৫/১৫
ঢাকা।