আমি আবার লিখি তোমাদের কথা
তোমাদের ব্যথা।
কেন লিখি জানি না, পুরুষ হয়েও আমি
তোমাদের কথা লিখি বারংবার।

বেহুলা, সতী সীতা অথবা দ্রৌপদী -
আমি তোমাদের কথা লিখি কাব্য-স্বরসে।

তোমাদের পাশে দাঁড়াই, শক্তি ফিরে পাওয়ার
উৎসাহ যোগাই, কেন তা আমি জানি না।
অস্ফুষ্টস্বরে বলে চলি তোমাদের কথা,
সমাজকে জানাতে চাই-তোমরাও মানুষ
শুধু ভোগ্য প্রাণী নও।

আজো আমি বুঝি না-
পুরুষ হয়েও কেন তোমাদের লিখি-
আমারই বুকের তলে মথিত হয়
তোমাদেরই কমল শরীর,
ধর্ষিত হয় কতবার....
অথচ, আমি তোমাদের কথা লিখি।

তোমাদের ছবি তুলি জল রঙে, তোমাদের ভিডিও
করি সযত্নে ।
তোমাদের শরীরের ক্ষত হওয়া চিন্হগুলো দেখাই।

কেন আমি তোমাদের এত ভদ্রতা দেখাই
জানি না, আজো আমি জানি না....

তারিখঃ 02.05.17
ঢাকা।