অতদূর ভেসে যায়নি আমি
যতদূর দু’চোখ যায়,
ভাসছি তোমার চোখের কাছেই
তুমি দেখতে পাওনি আমায়।

সুদূরপ্রসারী দৃষ্টি তোমার
দূর দেখতে পাও সহজে,
দূরের কোথাও নেইকো আমি
আমি আছি তোমার মাঝে।

রোদ ঝিলমিল অতল জলে
দৃশ্যটি যে মন কাড়া
ভালো মন্দ সেসব কি জানো?
ওসব কিছু মন গড়া।

নিজের দিকে চাইতে যদি
দেখতে তুমি পেতে আমায়
দূর সীমানা পেরুলে তাই
দূরে দূরে সব ভেসে যায়।

তারিখঃ 29.07.17
ঢাকা