আমি, আরেকটি কবিতা লিখি আজ,
তোমাদের জন্য-
ছন্দ ও সুর বিহীন কোন কবিতা।
স্তব্ধ শীতের, নিস্তব্ধ রাতের,
নিশি গোঙানীর কবিতা এটা।
জানিনা কতবার, আর কতবার লিখতে
হবে এক নিষিদ্ধ শব্দ-ধর্ষণ,
ধর্ষণ নিষিদ্ধ তাই শব্দটাকেও
নিষিদ্ধ ঘোষণা করেছি আমি।
স্বাধীনতার পঞ্চাশ বছর হয়ে গেলেও
সেই যে ধর্ষণ-
মা বোনেদের ইজ্জত লুণ্ঠন আর তার
বিনিময়ে আমাদের স্বাধীনতা।
আজো যেনো দ্বিগুণ বেড়ে গেছে,
কি জানি কি অর্জন করছি আমরা।
অকাতরে আজ রিলিজ হচ্ছে
ধর্ষণের খবর।
ভাবতে বেশি অবাক লাগে আজ!!
ভাবছি আরেকটি কবিতা লিখব নাকি...
নাকি জীবন দিব...
তারিখঃ১২।০১।২০২০
ঢাকা