পাহাড় যেন পড়তে পারে আমায়
প্রায়ই ভাবি একা পালিয়ে যাবো লুকিয়ে যাবো এক কোনায়।
নিজেকে খুজে পাই, নিজের অস্তিত্ব টের পাই,মন ভরে দম নিতে পারি তখন মনে হয় আমার আর লাগবে তোমায়।
হঠাত বৃষ্টি, ঝকঝকে রোদ, মৃদু ঠান্ডা বাতাস, কুয়াশার মত মেঘমালা ঢেকে দিয়ে আমায় নিয়ে যায় এক বিশালতায়।
নিজের সাথে কথা বলা,নিজের ভুলগুলো নিয়ে ভাবা এ যেন এক পরম শান্তির বিদ্যালয়।
শুন্যতা,একাকিত্ব আর যত আছে এমন ছাই,সব নিমেষে শুষে নেয় আর আমায় শিখিয়ে দেয় প্রান ভরে বাচার হাজারো উপায়।