আমার বারান্দা থেকেই তোমার বারান্দা দেখা যায়।
রোজ সকালে তোমার জন্য ঐখানেই বসে থাকি।
তুমি চা খেতে খেতে বই পড়তে, আর আমিও চা খেতে খেতেই তাকিয়ে থাকতাম কত সুন্দর তুমি দেখতে!

আমার বারান্দা থেকেই তোমার বারান্দা দেখা যায়।
রোজ দুপুরে তোমার জন্য ঐখানেই বসে থাকি।
তুমি ভেজা চুলে আসতে কাপড় শুখাতে, আর আমাকে না দেখার ভান ধরে চলে যেতে।

আমার বারান্দা থেকেই তোমার বারান্দা দেখা যায়
রোজ সন্ধ্যায় তোমার জন্য ঐখানেই বসে থাকি।
তুমি সন্ধ্যায় ঐখানে বসে পড়তে, আর আমি ভাবতাম তুমি কি আদৌ আমায় খেয়াল করতে!