বৈশাখী রোদ উপেক্ষা করে পথ পাড়ি দেবো,
চলে যাবো অনন্তের কাছে!
বেহিসাবী দুঃখ, সীমাহীন অভিযোগ পাড়ি দেবো,
একদিন শুধু একদিন আমি অসম্ভবকে সঙ্গী করবো।
তোমার কাব্যকথায় মুক্তি যেন ধ্যানমগ্নতায় ঋষি।


থাক পড়ে থাক অসঙ্গতি, পড়ে থাক লৌকিকতা!
ভেঙ্গে যাক বাঁধ;ঝড়ে উড়ে যাক ছায়াপথ।
আমি অসম্ভবকে ভালোবাসিলাম, ভীষণভাবে ভালোবাসিলাম!
হয়েছে তোমাদের স্বীকৃতি নাকি জবানবন্দি?

ভাঙ্গা গড়ার খেলায়, তোমার কলম নিয়ে নিলাম,
বিনিময়ে দিলাম পেন্সিল!
যেমন খুশি আঁকো;নকশী ফুল,নগ্ন নারী বা নোলক।

আমি শুধু ইচ্ছে নদী!
প্রিয় মুখ,প্রেয়সী না শ্রেয়সী!
থাক অজানাই থাক।
শুধু চিহ্নটুকু থাক ভালোবাসিবার,
তাবৎ বিশ্বাস আর অস্তিত্ব জুড়ে!
ভালোবাসি বলার সাধ!!!!