সেলফিটা ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো
প্রযুক্তির ছোঁয়া পেয়ে বদলে যায় মুখ, চোখের জল
সেলফি ভীষণ ভালো...
অকারণ সৌন্দর্য ভরিয়ে তোলে ক্ষনিক ছোঁয়ায়।
আয়না ঠিক তার বিপরীত..
আয়না মনে করায় কতটা বদলে গেছে জীবন
কি ভীষণ অসহায় ক্লান্ত অবসন্নতায় আচ্ছন্ন একজন,
আয়নার প্রতিবিম্ব দেখে আঁতকে উঠে মন
আহ্! দিনগুলো সত্যি দূরে বহুদূরে চলে গেছে
যেদিনের ব্যাকুলতা আজো মোহিত করে।।
সময়টুকু বাঁধা গেল না, কিছুতেই না!
বেহালার সুর ভীষণ বেসুরো লাগে বরং ব্র্যান্ড কিংবা
নচিকেতার গান ভালো ,নয়তো ভৌমিক!
নীল জল না হোক, কুয়াশায় পা ভেজানো যাবে তো!
জীবনের সবটুকু মেলাতে নেই,
সুরধ্বনি লয় হারিয়ে শব্দধ্বনিতে উপনীত হয়।
হারিয়ে যাওয়া দিন কিংবা রাতের গভীরে.. কষ্টগুলো
থাকে না, একবারের জন্যও না।
শুধু বুকের গভীরে থাকে, নীল বেদনায়
সেলফিতে যা আসে না!!
কষ্ট মাখা রাতের গল্প দিনের বেলা জমে না
দহন বেলার কষ্টগুলো সেলফিতে তাই আসে না।
নিজের জন্য নিজের মতো সাজিয়ে নিতে
মিথ্যা সুখের সঙ্গী হতে নেই মানা।
সেলফিটা তাই ভালোই লাগে,
যেমন তুমি নওকো ভারী,নওকো রাজার সুয়োরানী!
কল্পলোকের রানী তুমি!
সেলফি দেখো! সেটাই বলে!
সেলফি টা তাই ভালোই লাগে।।