অচিন্ত্য বাউল
জাত গেল,জাত গেল বলে..
বাউলের কথা, সুরে ভুলে যাই জাতের বিভাজন।ডুবাইয়া ভাসাইতো পারো..ওহে দয়াময়;
এমন সুরের মূর্ছনায় ভুলে যাই কষ্ট।
রাজ রাজ্যের দরকার নেই।
হায় লালন! কি বেদনার ভার!
মনে যে দাগ লেগেছে,সে দাগ যাবে কেমনে?
জগত সংসার থেকে ময়লা সময় মুছে দেয়।
মনের ময়লা যায় না মোছা বিনা ক্ষমাতে।
এটা পেলে প্রভু দুঃখ থাকতো না।
ওইটা পেলে প্রভু অভাব থাকতো না,
এমনি ভাবনায় চলে যায় জীবন মোদের।
লালন, তোমার দর্শন ধরবো
তোমার কথা বুঝবো, তোমার পথে চলবো;
এমন মানুষ কোথায়?