একটা মোমবাতি জ্বালানোর চেষ্টা করছি..... অবিরাম বিরতিহীন ভাবে,
কোনো ভাবেই জ্বলছে না!!
মোমবাতি কে বিরক্ত হয়ে বলছি,
কি সমস্যা?জ্বলছিস না কেন?
মোমবাতি বলল, আমাকে পুড়িয়ে কি লাভ,,
আলো চাস! আমার নিচে অন্ধকার
আমি বললাম, আমি প্রতিবাদ করতে চাই
প্রতিরোধের শক্তি নেই, শুধু দর্শক থাকতে লজ্জা লাগে।
তাই বলছি একটু জ্বলে ওঠ!!
কতদিন এভাবে পুড়িয়ে প্রতিবাদ?
কতদিন অন্ধকারে আলোর মুখ দেখবি,,
প্রকৃতির দিকে তাকিয়ে দেখ,
পত্র পল্লবহীন,ফল, ফুল বিহীন বৃক্ষের দিকে কেউ তাকিয়ে নেই।কেউ খোঁজে না সৌরভ!
তুই বরং তাই হ,তাতে বেঁচে থাকতে লজ্জা পাবি না।
কি নিদারুন উপহাস!
মনে রাখিস তবে,
আমি যদি অচলা হই ,রুপ রস গন্ধবিহীন গোকুল হই
তোর ধরনী হবে বন্ধ্যা , থেমে যাবে পরম্পরা!
মোমবাতি বলল,ক্ষতি কি তাতে?
মূল্যহীন হয়ে বাঁচার চেয়ে জড় হয়ে দেখ?
জগতের নিয়মে নিয়ম ভেঙে দেখ না,
তোকে ছাড়া জগতের কি বা আসে যায়??