আচ্ছা!যদি না থাকি..
যদি চলে যাই, না ফেরার দেশে!
তবে কি হবে?
আলমারির যত্নে রাখা শাড়ীগুলো,
শোকেস ভরা শো পিস,
আহ্! আমার সাধের টবগুলো
কুঁড়ি আসবে আর কদিন পরেই...
কি হবে তখন?
আমার প্রিয় বইগুলো ,
শ্রাবন মেঘের দিনগুলো..
ভাঙ্গা মগটা কি কষ্ট করে জোড়া লাগিয়েছি
পানের কৌটা, জর্দা,চুন
সব কি তবে চূনকালি পড়বে?
মরলে তো এখন অচ্ছুৎ!!
কে নিয়ে যাবে শশ্মানে আমায়?
হরিপদ নাকি ইউনুস?
কোনটাতেই আমার আপত্তি নেই।
শুধু বেলকনিতে ফুটে থাকা বেলির জন্য,
আমার ছেঁড়া তোষক আর পিলো দুটোর জন্য
মনটা কেমন করে,,
পড়ন্ত বিকেলে রোদটুকু আর পাবো না!
মধ্যরাতে ঐ যে প্যাঁচাটা আসে..
ওর সাথে আর কি দেখা হবে না?
আহ্!যদি পারতাম তবে মুঠোয় ভরে জোছনা,
আঁচল ভরে বেলিগুলো নিয়ে যেতাম।
আর প্রিয় রবি ঠাকুরের বই গুলো
লিষ্ট কি তবে বড় হয়ে গেছে?
তবে থাক! আর যাই হোক মায়া সাথে নেবো না।
ওকে আমি জলাঞ্জলি দিয়ে যাবো,
ক্ষমা করে যাব সমস্ত অপূর্ণতাকে।
ভালোবাসা আর কর্তব্য কে ছুটি দিয়ে যাবো একেবারে।
নিঃসঙ্গ,নিঃসীম গগনে সুখতারা নয় ,
ঘোর অমাবস্যার রাতে জোছনার ছায়া হবো।
দ্বৈরথ জীবনের শেষ আঁশে হিসাব না মিলিয়ে বিলীন হবো,তেপান্তরে।।
তবু ও বলছি মায়া আর ভালোবাসা
নেবো না, নেবো না।।
শুধু মনটা কেমন করে!!
জোড়া লাগানো মগটা, নতুন কেনা চাদরটা, ফুলদানিটা
আহ্!!মায়া!মায়া সাথে নেবো না!!!