বুকের অতল গহ্বরে থাকে,
ধরাবাঁধা কষ্ট নাকি বিস্মৃত দুঃখ?
দৃশ্যমান নয় অথচ প্রতিনিয়ত অনুভবে,
ভীষণ যত্নে রেখে দেই? দৃঢ় প্রত্যয়, অগ্রসর ছায়া
প্রোথিত অস্তিত্ব,অশরীর ছায়া,কায়া নাকি মায়া।
মনের মাঝে আনাগোনা, মনের মাঝে বসতভিটা;
মন তো তার‌ই খবর রাখলি না?

শব্দহীন শব্দমালায় যাচিত রচনায় বন্দনা,,
বিমূর্ত শিল্পী মূর্তিমান আতঙ্ক!
আহ্!কি নিদারুন ভাস্কর!
তোমারি রচনা প্রশ্নবিদ্ধ! আকারে-সাকারে-অবয়বে
কি নিদারুন লজ্জা নাকি কষ্ট??
মানুষ হয়ে জন্মানোর আজন্ম অভিশাপের,,,

তবু ও স্বপ্ন দেখি দ্বিচারিণী নয়,
পবিত্র কিংবা শুদ্ধতা নয়,
একটা নিরেট স্বচ্ছ পদ্ম পুকুর;
অবগাহন করে প্রশান্তি!
শুদ্ধতা নয় মানুষ হবার বাসনায়
আজন্ম লালিত স্বপ্নের মতো,
মানুষ হ‌ওয়ার কষ্ট যে কি?
অনুধাবনের জন্য আরো একবার,
মানুষ,মা-নু-ষ হতে চাই ..




.