কোনটি শ্রেয়?
কি ভীষণ বাড়াবাড়ি রকমের ভালোবাসা,
না পেলে মৃত্যুর স্বাদ গ্রহণ।
এ ছিল প্রতিজ্ঞা আমরণ, বন্ধু আমার।
আজ এ অবেলায় কাঁদছে অঝোর ধারায়,
সে কান্নায় বৃষ্টির মুখরতা থাকে না।
বরং, রাজ্যের বিরক্তি আর বিস্ময়
নিয়ে প্রশ্ন করলাম,কি চেয়েছিলে তুমি?
বোধহয় সম্ভিত ফিরে পেলো!
অপরাধীর ভঙ্গিতে বলল, শুধু ওকে
না, আর প্রশ্নের সুযোগ দিলো না।
বললো, আমি পেয়ে অসুখী,দগ্ধ, অতৃপ্ত।
যে ভালোবাসার জন্য আমি জীবন বাজি রাখতে পারতাম, সেই ভালোবাসা আমার নীলচে বেদনা,
এ আমি চাইনি,এ আমার প্রাপ্তি নয়।
বেশ, তুমি পেয়ে অসুখী?
আর কেউ না পেয়ে,না পাওয়ার যন্ত্রনায়,
তিলতিল করে ক্ষয়, অতৃপ্ত জীবন!
পাওয়া না পাওয়ার পরিনাম এক।
প্রাপ্তির ঘরা সমানে সমান।
তোমার প্রাপ্তির জন্য ছিল দূর্বার হাহাকার,
আর, আমার ছিল প্রাপ্তির আর্তনাদ।
শ্রেয়তর কোনটি?