শুক্লা,দাদ্বশীর চাঁদ উঠেছে, ঠিক গোল নয়,
মোনালিসার মতো করে ভাবতে পারো!
মনে হয় এই তো হাসছে, ছড়িয়ে পড়েছে আলো।
আবার মনে হয়, কিঞ্চিত বাকী..
কিছু সময় পরেই ছড়িয়ে পড়বে আলো।
মায়াময় মুখটা গোল হয়ে হাসবে।
আর সেই হাসির ঝর্নাধারায় , প্লাবিত জ্যোৎস্না
ছড়িয়ে পড়বে আকাশ জুড়ে।
ভালোবাসবে,ভালোবাসি বলে লুটিয়ে পড়বে,
জ্যোৎস্না প্রেমিকেরা!
আমরা শুধু জ্যোৎস্না ভালোবাসি,
অন্ধকার নয়?
আলো ঝলমলে তাঁরা,ভরা পূর্ণিমার চাঁদ
আহ্!কি ভীষণ ভালোলাগা।
এমন আলোয় যদি দৃষ্টিভ্রম হয়।
অতীত হানা দেয়, রাত্রি গভীর হলে
ভেসে আসে যদি ঐ মানবীর ছায়া!
কম্পিত চিত্ত যদি ফিরে যেতে চায়?
হ্নদয়কে সামলে রেখো হ্নদয় হরনে।
বলে দিও, আমি আঁধার, আঁধারেই বাস!
একদিনের ক্ষনিক আলোয় ,
করো না আমায় গ্ৰাস ।।।