কথা দিলাম,এ যাত্রায় বেঁচে গেলে
সব পাওনা মিটিয়ে নেবো।
পাখির খাঁচার ডিমগুলো ভেঙ্গে ফেলবো,
শীতের দেশে পরিযায়ী পাখি অনাহুত আসে কেন?
এবার যদি ফের আসে..... সত্যি বলছি; মেরে খাবো।
বানর থেকে শুরু করে হরিনশাবক,বাদ রবে না..
আমি বনের রাজা হবো।
কথা দিলাম!এ যাত্রায় বেঁচে গেলে
সুদের হার বাড়িয়ে দেবো,
নিখিলের ঐ শনের একখানা বাড়ি আছে না?
আরে বাপু! বেজায় গরীব...
দু'চার হাজার ধরিয়ে দিয়ে এবার কিনেই নেবো।
এ যাত্রায় বেঁচে গেলে,হার না মানা সৈনিক হবো।
সত্যি বলছি, মানুষ আর অমানুষের তফাৎ কি?
বুঝিয়ে দেবো! বুঝিয়ে দেবো!
অমানুষ আর মানুষ কিন্তু দেখতে ভারি একই রকম!!
যাদের আমরা মানুষ ভাবি!
সত্যি কি মানুষ তারা?
যুদ্ধ যদি থেমে যায়, বুঝবে সেদিন বুঝবে তোমরা।
পনের টাকা নিয়েই নিবে।
ভুলে গেলে চলবে নাকি, বদলে যাবে পৃথিবীটা
বদলাবে কি ষড়রিপু!!?
তারই ভরে দেখে নিও,
যেমন ভাবছো তেমন নয়কো,
এ যাত্রায় বেঁচে গেলে হিসাবগুলো মিলিয়ে নিও।।