যুক্তির পরিবর্তে উক্তি, মানুষের দেয়া দৈববাণী
অহমিকা না ভবিতব্য! কাকতালীয় ঘটনা?
জিজ্ঞাসু মন খুঁজে ফেরে, উত্তর মেলে না।
পৃথিবী রঙে-রুপে সাজে, ঋতুর পরিক্রমায়।
সময় একমাত্র চিরযৌবনা।
আহ্! যদি বাঁধা যেতো ওকে
বেঁধে রেখে দিতাম ,দু আঁচল ভরে।
জীবনের প্রাপ্তি আর আকাঙ্ক্ষা,
সবসময় দ্বিমুখী, যেন প্রতিদ্বন্দ্বী।
একটা বিরাট সাঁকো, না পার হওয়া যায়
না ফিরে আসা যায়।
সময় একমাত্র সমাধান, ঠিক করে দেয়!
গন্তব্য কোথায়?
ঐ যে দূরের নীলাকাশ,বড্ড আপন মনে হয়,
বড়ো কাছের বন্ধু মনে হয়, বড়ই অদ্ভুত
যা ছোঁয়া যায় না, পাওয়া যায় না।
তাতেই লোভ,তাকেই ভালোবাসা!
বিস্তীর্ণ আকাশ, দিগন্ত জোড়া মেঘের পালক
এক জীবনে কতোটা পথ....
দুঃখ,কষ্ট, হাসি, কান্না
সব মেঘের ভেলায় ভাসিয়ে দিলাম।
শুধু চোখের কোনে নোনা জলটুকু আমার থাক।