মন চলে যায় সাগরে, পাহাড়ে, পাতালে, আকাশে,
ধরে রাখো তারে নিজের অন্তরে।
যেন সে থাকে তোমার নিয়ন্ত্রণে।
ঋগবেদে এমন অমৃত বাণী,
ভাবনা বাড়ায়;মন সত্যি কি গতি তোমার!
রেল নয়,প্লেন নয়, তার চেয়ে ও বেশি,
ছুটে যায়,মন চায়, যখন যেমন খুশী।
বোধিবে কে তারে?বাঁধিবে কি সুরে!
এমনই পাগলপারা,সময়ও পারে না
লাগাম ধরে,এমনই ছন্নছাড়া!
শুধু জেনে নেই, ইতিহাস কি গাঁথা?
মন বলে মোরে,রাখো তুমি;
ইতিহাস আমারই গড়া।
জানো না তোমরা,শকুনির সেই বানী
বল যেথায় অক্ষম,ছল সেথায় সক্ষম।
আহ্,মন মন ছুটে যায়,ছলেরই খোঁজে
ইতিহাস পড়ে থাকে,নৈরাশ্যের অন্ধকারে।