চুপচাপ, কি চুপচাপ! গভীর নিশীথ রাত্রি
চাঁদখানা কে খাবলে দিয়েছে,নাকি পথ বদলেছে!
জানি না! জানি না আমি।
শুধু জানি বিষন্ন এ রাতে, তাঁরা ভরা আকাশে
তোকেই আমি খুঁজতাম।
তুই কি আমাকে খুঁজতি?
তোকেই ভালোবাসতাম, কি ভীষণ ভালোবাসতাম!
তুই কেন আমার দুঃখ হ'বি?
মধ্যরাতের দুঃখ হ'বি?
তুই কেন ঐ পথের ধারে রইলি পরে,
আমার মনের ঘরে, বিষাদ মাখা ছবি হয়ে?
তুই কেন আমার নয়ন জুড়ে, লেপ্টে থাকা কাজল হলি!
বল না আমায়;জনম ভরে তুই কেন আমার?
দুঃখ হলি?