আমি একটা মানুষ দেখতে চাই,
খুব ভালো করে দেখতে চাই; তার মধ্যে কতটুকু সত্য।
কি আছে হ্নদয় গহ্বরে।
কতোটুকু সুখ, কতোটুকু দুঃখ, কতোটুকু বিশ্বাস!
মননে তার কতোটুকু জল, কতোটুকু স্থল।
কতোটুকু ধু দু মরুপ্রান্তর।
প্রার্থনা করে কার লাগি,
শ্যামসুন্দর না অদেখা ছবি।
হ্নদয়ের পোঁড়াকাঠে না পাওয়ার শোক,
কেমনে করে রোধ?
পা থেকে মাথা পর্যন্ত,হ্নৎপিন্ড থেকে সব...
কিছু বাদ রাখবো না।
আত্মার অভিজ্ঞানে মনস্ক মানুষ,
মননে ক্ষুধার্ত রেখে উদাসীন অভিমান।
কেমনে রচিলে তুমি?
সম্পূর্ণ নিষিক্ত হ্নদয়,হরিৎ ফসলের সম্ভাবনা।
কেমনে হটিলে বিনা ভোগে প্রানান্তরে।
নৈরাজ্যের অন্ধকারে ঠিকানা বদল,
ভাবহীন ভাবনায় ছেদ পড়ে না।
চলৎশক্তিহীন, আবৃত দেহখানি,
যেন স্রোতের টানে ভেসে ওঠা শৈবাল!
কতোটুকু সত্য তুমি।
ছায়ামানব নাকি অন্য মানুষ!
তোমার ভিতরে বাস করে আরেকটি মানুষ;
অকালে বোধন নাকি অত্যন্ত অসামান্য।
দেখতে চাই হ্নদয়ের পোঁড়াকাঠে,
তুমি কতোটুকু খাঁটি নাকি মিথ্যার প্রতিচ্ছবি।।