ইদ্যানিং মানুষকে খুব ভয় পাই!
ঠিক কোথায় যেন শঙ্কা?
মনে হয় যে কোন ক্ষুদ্র প্রয়োজনে, অথবা স্বার্থে
সামান্য ব্যত্যয় ঘটলে, দানবের মত ঝাপিয়ে পড়বে।
হিংস্র পশুর সাথে পার্থক্য নেই।
আকাশের সাথে বন্ধুত্বটা আমার অমলীন,
অবশ্য সেটা একক নাকি সহমতের;জানি না।
সবকিছুতেই কেমন জানি ঘোলাটে লাগে আজকাল,
বড়ো বেশি ভয়, ভীষণ ভয় কাজ করে।
মনে হয় যে কোন ক্ষুদ্র প্রয়োজনে,
নিঃশেষ করে দিতে পারে,ওরা!
সংখ্যায় কম, শক্তিতে অসীম।
হ্নদয়ে বুদ্ধি জমা, তবে যুক্তি দিয়ে মুক্তি দিয়েছি।
শুদ্ধ সমাজে,মুক্ত চিন্তা;
শুদ্ধ হ্নদয়ে স্বাধীনতা,কাম্য নয় কি?
একটা খোলা আকাশ চাই!
একটুখানি মেঘ; একটুখানি দখিন হাওয়া;
খুব বেশি চাইলাম কি?
আমার অনেক কথা আছে,
অনেক কিছু বলার আছে,
অনেক কিছু জানার আছে।
শুধু তুমি আকাশ, আর আমি!
কেউ নেই, কেউ নেই,
কোথাও কারো প্রয়োজন নেই।
আমি, আমি,আমি...
আকাশ জুড়ে মেঘ....