তোমার আঁকা portrait আর আমার লিখা গান ,,
সুরগুলো কুড়িয়ে নেয়া ,, থেকে তোমার জমানো অভিমান !!
সম্পর্কের কোথায় শুরু ?? কিংবা কোথায় শেষ ??
ভেবে এসব কি আর হবে দু'জন আছি বেশ ।
মন খারাপের প্রহরগুলোয় কান্না যখন পায় ,,
তোমার স্মৃতি আগলে রেখে ,, চোখ রাখি জোঁছনায়।
রান্না শেষে ক্লান্ত দেহ ,, কানের ভাজে চুলগুলো ,,
গড়িয়ে যখন কপালে নামে মনের ধোঁয়শায় ,,
ভালোবাসার চূড়ান্ত মানে আমায় তখন কাঁদায় !!
স্বপ্ন মিছিলে তোমার স্লোগান ,,
background এ আমার এ গান ।
পথের ধারে কুঁড়ানো ফুল ,,
বয়স ভারে পেঁকেছে চুল ,, তোমার অপেক্ষায় !!
সন্ধ্যা নামার সময়কালে ,,
তুমি নিচে নামবে বলে ,,
দাড়িয়ে থাকি আগের মতন ।
কিন্তু তুমি অন্য রকম ।
পাল্টে গেছো তাই বিষন্ন মন ,, নিরব হেটে যায় ।
কিন্তু তুমি ভেবে এখন দেখো আর একবার !!
কেমন করে কেটেছিল দিন তোমার আমার ।
ব্যস্ত ভীষন কাজের ফাকেও লিখেছ যে চিঠি ,,
মনের মাঝে ভীষন রকম সুখ খোঁজেছি ।
তাই তো আবার চাইছি পেতে ,,
হারিয়ে যাওয়া সুখ !!
প্রতি বিকেল ক্লান্তি মেখে ,,
আবার দেখব তোমার মুখ !!
নতুন করে হাটব আবার ধরে তোমার হাত ,,
এলোমেলো স্বপ্ন নিয়ে হবে আবার প্রভাত !!