আজ শোনব আমি আকাশের
ওই এক চিমটি সাদা মেঘ ,
কেমন করে গাইলে
বাড়ে শূণ্য মনের আবেগ ।
চাঁদ মামা টা দূরে থাক !
রঙের মিছিলে পেলে ফাঁক ।
ধূসর মনে রেখে যাক ,
রঙিন তুলির হালকা ছাপ ,
একে যাক এক ঝাঁক অতীত ।


আমি পাখা হীন তবু পৃথ্বী রাজ ।
আমার আকাশে ভেসে বেড়াক ,
তোমার ভুলে ফেলে আসা ভুল গুলি ।
আমি তাদের গায়ে ভাসতে চাই !
আমার কবিতায় উড়ে বেড়াই !
পথ হারানো ক্লান্ত পথিক ।

আমি পথ হারানো ক্লান্ত পথিক ।