একা তুমি এলে যখন বুকের গহীন অরণ্য তে ,
আমার সকল দুঃখের প্রদীপ উঠলো জ্বলে আনন্দেতে ।
ভোরের আলো-আঁধার কালো ,
সূর্যালোকে উঠলো ভরে ,
আমার আকাশ মেঘ জড়িয়ে-
মেললো ডানা তোমার পানে ।
উদাস এই দিনের আভাস , ছড়িয়ে গেল মনে প্রাণে ,
চিত্রপটের সুনয়নার , হাস্যোজ্জ্বল ওষ্ঠ কোণে ।
নিবিড় নিকষ তিমির রাতে ,
কানন বনের কুঞ্জ পথে ,
বজ্রপাতের আলোর আলোয়
দেখেছিলাম স্বপন আশে ।
সেই ঘোরে আজ আমার হৃদয় ,
দোলায়িত অন্তঃপুরে ।
স্বত্তা মোর আজ পূর্ণ হলো ,
তার সনে এই মিলন ক্ষণে ।