ইচ্ছে হয় তোমার হাতটি ধরে  
অনন্ত কাল হাঁটি
খোলা আকাশের নীচে
গাছের ছায়ায় স্বপ্নের জাল বুনি।  
শুকনো পাতাগুলো উড়িয়ে দেই  
আলোর সাতটি রঙে।  
তোমার চোখে মুগ্ধতা দেখি
এমন অলিক কোন ক্ষণে।  
পরে থাকা পাতা সবুজের ‘পরে বাজায় মধুর সুর
সেই সুরে মিশে একাকার হই  
তুমি আমি রোদ্দুর ।
আমায় তুমি নিয়ে যাবে বলো
এমন সবুজের কাছে-  
যেখানে আকাশ পাখা মেলে তার
নীল সাদা রঙ ঢেলে।
আমার চোখে চোখটি রেখে
বলবে ভালোবাস
বাতাস তখন থমকে যাবে,  
প্রজাপতিগুলো পথ হারাবে,  
ফুলেরা দুলে উঠবে
পাখিরা গান ভুলবে
শুধু  
আমার হৃদয় খুঁজে পাবে
নতুন একটি ছন্দ