ডাকে না বলে দুরেই থাকি
কখন ডাকবে এই আশাতে
আড়াল থেকে প্রহর গুনি।
মাঝে মাঝে আকুল চোখে তারে খুজি!
হঠাৎ যদি দূর থেকে
আমায় দেখে
কাছে আসে -
আড়ালে তাই প্রহর গুনি।
আঙুলে পেঁচিয়ে আঁচল
শাসন করি আপনমনে ,
আর কোনদিন রইবো না তো
এমন করে পথ চেয়ে ।
যে ডুবে রয় আপন সনে
আপন সখা , আপন ভুবন
আপন সুখের ভেলায় ভেসে।
কেন তারেই খুঁজি দিবানিশি
এমন করে পথ চেয়ে ?
নদীর ধারে , গাছের তলে
রোজই ভাবি
আসবে বুঝি
আসে না সে নিজের টানে ।
আর কতো কাল নেবো ডেকে
অমন করে -
নিজের যত লজ্জা ভুলে ।
চায়না সে আর আমায় এখন
আগের মতো ভালোবেসে।
তাই তো এখন-
দুরেই থাকি
ডাকে না বলে দুরেই থাকি
কখন ডাকবে এই আশাতে
আড়াল থেকে প্রহর গুনি।
তবুও শুধু তারেই জানি
আমি শুধু তারেই চিনি।