দারুন রোষে পুপশ্চরণ উঠলো হেকে মিও
আমার বুঝি প্রেস্টিজ নেই, এমনধারা কিঁউ?
সকালবেলা ঘুমিয়ে ছিলাম শীতে গুটিসুটি
আমার কি ভাই আছে বাপু একদিনের ও ছুটি,
দিদি এসে কানটা নেড়ে, পেটে মারে খোঁচা
লেজ ধরে কেউ সুড়সুড়ি দেয়! দিদির নাক বোঁচা।
ইচ্ছে করে পালিয়ে বাঁচি, কামড়ে দিই ঘ্যাক
যখন হবে রক্তারক্তি তখন ভেবে দেখ,
তবে আমার আলিস্যি খুব, ওসব সয়ে টয়ে
আবার আমি ঘুমিয়ে পড়ি দিদির কোলে গিয়ে।
সেদিন শুনি মায়ের বড়ি ইঁদুর গেছে নিয়ে
তখন আমি রাতের বেলা মায়ের কোলে শুয়ে,
আরে ইয়ার বলবো কি আর জ্বালিয়ে ভীষণ মারে
বললো দিদি,
তুই থাকতে ইঁদুরগুলো বল কি করে পারে!
আমি বাপু ছোট্ট মানুষ ওতো কি আর পারি
দিদির কাছে আমি তখন রাউন্ড রাউন্ড ঘুরি,
দিদি আমার দুস্টুমিতে , একটু আনস্মার্ট
জ্বালিয়ে মারুক যতই তবু এমনটাই থাক।।