লোকটিকে হেঁচড়াতে হেঁচড়াতে
ঘুটঘুটে একটা ঘরের মধ্যে নিয়ে এলো
কয়েকটি হায়না।
জমাট বাঁধা দুর্গন্ধ ছাপিয়ে
আর্ত চিৎকার আর হায়নার হাঁসি
মিশে যেতে লাগলো ।
ঠিক তার পরেই ঝুপ করে নেমে এলো অন্ধকার ॥
চারদিক ছেয়ে গেল হায়নার দলে
তাদের জ্বলজ্বলে চোখে
লোভ ,হিংসা ও নৃশংসতা ।
ভয়ে জড়সড় মানুষগুলো
রাস্তা থেকে সরে দাঁড়ালো ।
হায়নার দল ঝাঁপিয়ে পড়ল
হুড়োহুড়ি , চিৎকার ,আর্তনাদ
তারপর চাপ চাপ রক্ত নিশ্চুপ ।
এখন একটা বিভৎস মিছিল রাজপথে
হায়নার আর মানুষের ।
কিছু মানুষ হায়নার দলে মিশেছে
বাকি মানুষগুলোর পায়ে শিকল ,
পিঠে চাবুক , যন্ত্রণায় মুখ কুঁকড়ে গেছে ।
হায়নার হল্লায় পৃথিবী কেঁপে উঠলো
হায়নারা হাঁসছে
নিজেদের মধ্যে ঠেলাঠেলি মারামারি ,
বন্দীদের উপর চাবুক চলছে সমানে ।
'এর শেষ কোথায় ?'
ভিড়ের মধ্যে থেকে একটি গলা চেঁচিয়ে উঠলো ।
দলটায় তোলপাড়
একটা হায়না হাত গলাটা চেপে ধরলো
'এই এখানেই '-
হাতের ছুরিটা অন্ধকারে চমকে উঠলো ।
তারপর
সব চুপ ।
মিছিল অন্ধকার হাতড়ে এগোতে লাগলো ।
মুক্তি চাই -
একটা বন্দী চেঁচালো ।
আবার ছুরি চমকানোর আগেই
দপ করে একটি মশাল জ্বলে উঠল ।
দলটা এবার থমকালো
হায়নাদের চোখ ঝলসে গেলে
আলোর থেকে চোখ সরিয়ে নিল।
তারপর
আরও একটি মশাল জ্বললো
আরও দুটো, তিনটে ,চারটে....
হায়নারা ভয় পেয়ে দু-এক পা পিছিয়ে গেল ।
হঠাৎ একটা হায়না চাবুক ফেলে মশাল তুলে নিল ।
এখন
রাজপথ জুড়ে মশালের মিছিল
দৃপ্ত পদক্ষেপে
জীবনের গান গাইতে গাইতে
এগিয়ে চললো ।
একসময়
পুব আকাশ রঙ্গীন করে সূর্য উঁকি দিলো ॥