কিছু কথা চুপিসারে ফেরে আনাচে কানাচে ।
বাতাসের যেমন ঝিরঝির শিরশির
ডালে অথবা পাতায় ।
মনের আকাশে মেঘ জমে ঠিকই ,
কালবৈশাখী ও আসে মাঝে মধ্যে ॥
বৃষ্টির আগে চুপকথারা আকুল
ঝরঝর করে নামলো ফের ।
তারপরে সারারাত চলে ফিসফিস
টুপিয়ে পড়া মুক্ত আর পাতার ঝালরে ॥
নগ্ন পায়ে মাড়িয়ে যাওয়া ঘাসের ব্যথার
রিনরিনে নূপুরের ব্যঙ্গ ,
নিম ফুলের কড়া সুগন্ধেও
পতঙ্গদের ডাক বয়ে আসে।
বন তুলসীর ঝোপে ফড়িং যেমন ঠিকই ফেরে
না বলা কথাও বাঁচে চিরকাল ভাঙ্গায় গড়ায়॥