ভীষণ ঘোর লাগা চোখে ভালোবাসা খোদাই করি নক্ষত্রপিঠে
মেঘের উদম বুকে খেলা করে যাযাবর রোদ
রঙধনু চোখ দেখে দিগন্তের কফিন
ধূসর স্বপ্ন ওড়ে আকাশ থেকে আকাশ
কোথায় মাতাল বাতাস জ্বালিয়ে যাবে চিতার আগুন ছাই করে রকমারি বিষাদ?
একটি গোলাপও নেই নদীর খোপায়; রক্তের স্রোত ঘড়ির কাঁটায়
হারিয়ে গেছে বৃষ্টিপরী অদৃশ্য টানে, আমরা মেতে আছি কুয়াশার গানে-
উদাস চোখে...