বড় বিচ্ছিরি লাগে বেঁচে থাকা
একা লাগে ভীষণ রাতের গহ্বরে জাগা
বয়সী ছাপ এলে নিজেকে আর ভাবা যায় না
নিষ্পাপ শৈশবের কেউ
বৃক্ষ-আয়নায় নিজেকে মনে হয় গৃহত্যাগী পাপ
অথচ একদিন এই চোখে বয়ে যেত দখিন হাওয়া
ঝিকিমিকি মুক্তো হতো শিশিরের কলঙ্কহীন ঠোঁট
প্রাণ পেত সুদূরের বন-মাঠ
স্বর্গীয় দাগ মিশে থাকে যে মুখে- ভীষণ অস্বচ্ছ তাও
নিঃসঙ্গ লাগে ইঁদুরজীবন; বিষাদ লাগে মৃত্তিকাঘ্রাণ
বিচ্ছিরি লাগে ভিখিরি জীবন; বন্ধক রাখা আগুনের উত্তাপ...
শুধু ভালো লাগে নিজের হাতে খোঁড়া নিজের জীবন!