অদৃশ্য নদীস্রোত বয়ে যায় বুকের ভেতর
রাতের বর্ষা ভেজায় কবিতার শরীর
বৃষ্টির নন্দিত ছোঁয়ায় দুলে ওঠে উর্বশীবুক
চুলগুলো তার খেলে যায় মাতাল হাওয়ায়...
দু'হাত আমার এগোয় অজানার পথে; কবিতার ধ্রুব বাঁকে
ফুলে ওঠে বুক আন্দোলনে
যেন কুল ছাপানো নদী তুলির ছোঁয়ায়...