বিচ্ছেদ ঘন্টা বাজে
প্রতীক্ষার পথ শেষে ক্ষয়ে আসে কারাপল্লীর ভিড়
অন্তহীন হাওয়া ফিরে ফিরে আসে
দর্শনার্থী চোখে ভাসে প্রাত্যহিক ভোরের অনন্ত সুখ।
অথচ আমার সকাল দেখে নিরাশার ব্যালকনি;
ব্যথাতুর ঝড়ের খন্ডিত স্মৃতি
এক প্রস্থ কালো মেঘ লিখে যায় চিরসত্যের পথ।
বিচ্ছেদ ঘন্টা বাজে
দর্শনার্থী চোখে চির আশ্রয়- প্রাপ্তির অফুরন্ত সুখ
আর আমি দেখি নিরন্তর বিষাদ, নিরন্তর অন্ধকার- ক্লান্ত দীর্ঘশ্বাস।