বৈশাখের হাওয়ায় তুমি প্রশ্ন করেছিলে-
নিবিড় কূলে কাকে তুমি সাগর দেখাও, ডাগর চোখের দৃশ্যে ভাসাও?
প্রসন্ন অঙ্কুরে আমি লিখেছিলাম অজানা দ্বীপের তৃষ্ণা-দুপুর
ঠোঁটের ভাঁজে হলদে শরীর
ঝর্ণার আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম পূবের গেরস্থালি।
মনে পড়ে, আবেগের ঢেউয়ে বৃত্তের সীমানায়
তুমি দেখিয়েছিলে ত্রিভুজ প্রেমের নিবিষ্ট দ্বীপ
মিথ্যে আলোয় ভিজিয়েছিলে ভরসার আঁকড়।