তুমি মানে নিরবতা
তুমি মানে কথা,
তুমি মানে ভালোবাসা
তুমি মানে ব্যথা !

তুমি মানে কাছে থাকা
তুমি মানে দূর,
তুমি মানে সমতলভূমি
মহাসমুদ্দুর !

তুমি মানে অনেক আকাশ
সংকীর্ণ জীবণ,
তুমি মানে আলোয় ভোর
জেনে বুঝে মৃত্যু বরণ!

তুমি মানে গানের ভূবন
নিষিদ্ধ আইন,
তুমি মানে সব থাকা
নিঃস্ব চিরদিন !

তুমি মানে আলোর খেলা
গোপন অন্ধকার,
তুমি মানে শুধুই আমার
সন্দেহ তুমি কার!

তুমি মানে ভালোবাসা
বিরহ জীবণভর,
তুমি মানে চিরআপন
দ্বিধা দ্বন্দ্ব পর!

তুমি মানে প্রেরনা
জীবণে মরুভূমি,
তুমি মানে বহমান নদী
তুমি মানে তুমি তুমি তুমি !

তুমি মানে সমতলভূমি
মহাসমুদ্দুর,
তুমি মানে কাছে থাকা
তুমি মানে দূর!

তুমি মানে ভালোবাসা
তুমি মানে ব্যথা,
তুমি মানে নিরবতা
তুমি মানে কথা !
...