ময়না পাখি বসে ছিল
শিমুলের ডালে,
কী এমন ক্ষতি হতো
তার সাথে বন্ধুত্ব হলে |
দিন চলে যায় দিনে দিনে
এ প্রাণের চিৎকার কেইবা শোনে,
তোমাদের কথা আমার গানে
কোনোদিন পৌঁছেনি কারো মনে |
ছবিঘরে ছবি হবো
অথবা চাঁদের দেশে তারা,
আকাশ থেকে ঝরবে পানি
হাত বাড়ালেই বন্ধু মানি |
একটা জীবন কত করুন
কোনো বন্ধু নাই,
হারিয়ে যাবার আগেও
আমি হাত বাড়াই |
আজকে আমি এতো ছোট
"তাই তাই তাই, মামা বাড়ি যাই"
যাচ্ছি চলে, তবু আমি
একজন বন্ধু চাই |
কী এমন ক্ষতি হতো
তার সাথে বন্ধুত্ব হলে,
ময়না পাখি বসে ছিল
শিমুলের ডালে !