যাচ্ছে সবাই যাচ্ছে চলে
মহাকাব্যে মহাবেদন,
বৃথা যেন সব আয়োজন
সত্যি শুধু ক্রন্দন !
আসেনা কেন এমন দিন
তুমি ফিরে আসো,
উড়ে যাওয়া মেঘের মত
শুধুই কেন ভাসো !
সবুজ ঘাসে বসে থাকা
সন্ধ্যা জোসনা বেলা,
জীবন যদি এমন হতো
গান গাওয়া আর খেলা!
জীবন মানে চলেই যাওয়া
রঙের অবসান,
জন্ম নিলেই হাত তুলে করে
মৃত্যু আহবান!
জীবন মানে মৃত্যু কেনা
জীবনের বিনিময়ে,
জীবন মানে মৃত্যুকে আলীঙন
সময়ে অসময়ে!
কি হবে এ কবিতা লিখে
দু:খ কোরে,
বেঁচে থাকার এতযে সাধ
যাবে কি বিফলে!
দাওনা প্রভু আয়ু আমায়
পাঁচ'শ বছর লিখে,
তোমার নামই যাব ডেকে
তোমার নামই শিখে!
নাহয় যেন বৃথা সবই
জীবনের আয়োজন,
অনেক দামে হলেও প্রভু
দান করো আয়ুক্ষণ !