কত সাধনায় অবসর আসে
প্রতীক্ষার অবসর,
খুশির অবসর,
অবসর একটু কাঁদবো বলে
কবিতা লিখবো বলে !
কত সাধনায় আসে মুক্তি
একটু মেলে ছুটি,
বই পড়া,
গান গাওয়ার আনন্দ
ধুলো রোদ গায়ে মেখে !
কত সাধনায় চোখ খোলা
পৃথিবীর আলো দেখা,
পেয়ারার সাদা ফুল,
নবান্নের সোনালী ধান
বেড়ে ওঠে শিমের সবুজ ডগা !
কত সাধনায় জীবন যাপন
প্রেম ভালোবাসা,
চিঠির অপেক্ষা
হাত ধরে হাঁটার অপেক্ষা
কলিরা গোলাপ হয়ে ফোটে যতনে !
কত সাধনায় সকাল আসে
সূর্য জ্বলে,
যুদ্ধ চলে,
লাল রক্তে রাঙে সবুজ
বাংলাদেশের জন্ম স্বাধীনতা নিয়ে !