কি হবে কবিতা লিখে ?
আমি জানি,
কেউ নেই আমার,
কিচ্ছু নেই !
একটি মাটির ঘর
একটু মাটিতে,
বৃষ্টি শেষে একটু বিকেল
একটু হেঁটে যেতে,
অথবা একটু ধুলো
একটু আলো ,
তাও তো আমার নেই !
কিচ্ছু নেই,
কেউ নেই আমার !
আমি জানি !
কি হবে কবিতা লিখে ?
শুধু নীরব তাকিয়ে থাকা
আকাশেরও দূরে,
সাথীহীন স্বপ্নহীন,
নির্বাক জীবনে
কোনো আশা নেই
অভিভাবকহীন !
কি হবে কবিতা লিখে ?
আমি জানি,
কেউ নয় আমার,
কিছুই আমার নয় !
কোনো অভিমান নেই
চলে যাবো ,
ঠিকানা জানিনা .....
মাটির এই দেহটা
মাটি পাবে তো ....
আমার তো মাটি নাই !
কিচ্ছু নাই
কেউ নেই আমার,
কি হবে কবিতা লিখে ?
আমি জানি না !