একদিন ছুটি চাই
মুক্তি চাই,
হেঁটে যেতে চাই ধুলো উড়া পথে
সবুজ বৃক্ষের দেশে কোনো বন্ধুর সাথে |
একদিন ছুটি চাই
ভাবনাহীন একটি দিন,
হাঁটতে চাই ডুয়ার্সয়ের চা বাগানে
পড়াশুনা সমরেশ মজুমদারের উপন্যাস হাতে |
একদিন ছুটি চাই
বন্দিত্ব থেকে আলোতে,
পথে পথে জীবনের স্পন্দন
ছড়ানো ছিঁটানো জীবনানন্দের কবিতার উপকরণ |
একদিন ছুটি চাই
সূর্যের প্রথম আলোয়,
পিঠের দেশে শীতের সকাল
চাষীর হাসি ক্ষেতের গরু লাঙ্গল জোয়াল |
একদিন ছুটি চাই
নীল মেঘের ঠান্ডা ছায়ায়,
ক্লান্তিহীন সবুজ দুরন্ত জীবন
জারুল কৃষ্ণচূঁড়ায় হারায় কিশোরের মন |
একদিন ছুটি চাই
মুক্তি চাই,
হেঁটে যেতে চাই ধুলো উড়া পথে
সবুজ বৃক্ষের দেশে কোনো বন্ধুর সাথে |