চেনা পথ অচেনা হয়
চেনা মানুষ অচেনা,
মনের দু'কূলে কত যে ঢেউ
প্রাণের গভীরে কান্না !
পথ চেয়ে থাকি শুধু
ধুলো ওরা দেখি,
মুক্তি যেন আলোর নাচে
মুক্তি গানের পাখি !
প্রতিদিন একই নিয়ম
এ কেমন অনিয়ম,
এসোনা বন্ধু নামি পথে
ধুলো রোদ গায়ে নেই দম !
তারপর গান গাব
তুমি আমি আর পথের পাখি,
ভালোবাসাহীন শূন্য হৃদয়
হাহাকার দুরে রাখি !
পাখিরে ও আমার পাখি
গেয়ে যাও গান তুমি,
পথের খোঁজ করবো না আর
পথের কেউ নই আমি !
মনের গভীরে কত যে ঢেউ
প্রাণের মাঝে কান্না,
সকলি আজ অজানা আমার
চেনা পথ অচেনা !