আর কখনো হবেনা দেখা
বলছে হাতের রেখা,
তবু সকল জীবনে তুমিই জীবন
ভালোবাসার সখা !
কত শিউলি যাবে ঝরে ঝরে
কত বরষায় কাঁদবে দু'চোখ অঝোরে,
জন্ম নেবে নতুন জীবন
জীবনের পরে,
শুধু আমরা দু'জন কোনোদিনও
আসবনা আর ফিরে !
তবু তোমার সকল মরণে
আমার সহমরণ,
তোমার সকল দূরত্ব
আমার কবিতার উপকরণ |
কত অনিয়মের অন্যায় শাসনে
কখনো খরা, কখনো বানে,
যতই আসুক আধার
কারণে অকারণে,
ভালোবাসা চিরদিন
মন থেকে মনে !
ভাঙবেনা আর ঘুম কখনো
সকালের রজনীগন্ধা,
সকলি আমার আধার এখন
সকলি কেবল সন্ধ্যা !
জীবনের সকল সংকটে
তবু ভালোবাসি জেনো,
বন্ধু, দেখা হবেনা
আর কখনো?