একই আকাশের নিচে একই পৃথিবী
আমাদের বসবাস,
হয়না দেখা হয়না কথা
বেঁচে থাকে দীর্ঘশ্বাস !
আমি কখনো যাইনা ছেড়ে
যত্নে বুকে রাখি,
হারিয়ে গেলেও তোমরা দূরে
আমি সম্পর্কেই থাকি ৷
কচুরিপানার নরম রঙে
সন্ধ্যা জোৎস্না প্লাবন,
দুঃখ দিতে হারাও বলে
পাই কবিতার উপকরণ ৷
পূবের আকাশে সূর্য দেখি
আমি আর সূর্যমুখী,
দুঃখ দিতেও ফিরে এলে
আমার পৃথিবী সুখী ৷
কেমন বন্ধু তোমরা বোলো
ছোট ছোট চক্রে,
আমিতো চাই সবুজ পৃথিবী
তোমাদের আঁকড়ে ৷
আমিতো চেয়েছি হেঁটে যেতে
ধুলো মাখা পথে,
ভালোবেসে গান গেয়ে
তোমাদের হাতে হাত রেখে ৷
আমি এখনো আশায় বাঁচি
আবার আসো ফিরে,
সন্ধ্যার সব ফুল এবারে
ফুটুক আলোর ভোরে ৷
হারিয়ে গেলেও তোমরা দূরে
আমি সম্পর্কেই থাকি,
আমি কখনো যাইনা ছেড়ে
যত্নে বুকে রাখি ৷
হয়না দেখা হয়না কথা
বেঁচে থাকে দীর্ঘশ্বাস ,
একই আকাশের নিচে একই পৃথিবী
আমাদের বসবাস ৷