ব্যস্ত জনতায় মন বসে না
হাজার লোকের ভিড়ে ,
তাই তো এলাম সব ছেড়ে আজ
তুরাগ নদীর তীরে।
এ পাড়েতে বসে আমি
দেখছি ওপাড় চেয়ে,
নাও নিয়ে এক তরুণ ছেলে
যাচ্ছে ভীষণ ধেয়ে।
স্রোতের পানি ছুঁয়ে বাতাস
লাগছে এসে গায়ে,
নদীর তীরের চাইতে বোধহয়
ভালো লাগতো নায়ে।
ভাবতে ভাবতে ডাকছি তারে
নিয়ে যাও মোরে,
শুনেও যেন শুনল না সে
তাকালো না আর ঘুরে ।