সব ঋতুর ঘাড়ে চেপে
জ্বালাচ্ছে বর্ষা কি যে,
কোন ঋতুতেই ছাড়াছাড়ি নেই
শীতেও চাদর ভিজে।
বৈশাখ এলেই বর্ষা শুরু
চৈত্র তেও দেখি তাই,
মাঝে সুযোগ পেলেই শীতের অত্যাচার
বাকি চারের খবর নাই।
বসন্ত আজ শীতের দখলে
শরৎ কালেও আকাশ ঘোলা,
হেমন্ত গ্রীষ্ম শুধু বইয়ের পাতায়
আদতে সব ঋতুতেই লাগে ভেলা।
শীত বর্ষার চাপে পড়ে
বাকি চার ঋতু শেষ,
বাংলা এখন ষড়ঋতুর নয়
শীত বর্ষার দেশ।