জীবনটা নয় খেলার পুতুল
তবু তা নিয়েই করি খেলা,
খেলা শেষে এ রিক্ত জীবন
গুছাতে ফুরায় বেলা।
ঘুমের প্রহরে নিশাচর সেজে
আন্তর্জালে থাকি মুড়ে,
এদিকে পড়ার সময় যাই ঘুমিয়ে
জীবনে দাঁড়াতে পারি না ঘুরে।
অবহেলায় পার করছি
জীবন গড়ার দিন,
তাই আজ অশ্রু দিয়ে পূর্ণ করছি
সেই অবহেলার ঋণ।
দুঃখ সুখে পূর্ণ ধরায়
সুখের পাইনি দেখা,
সুখের খোঁজে দুঃখের ভেলায়
ভেসে চলেছি একা।
কাছের মানুষ গল্পে থাকে
সুসময়েও মিলে খুব,
বিপদে পড়লে এ খুবই দেখেছি
হঠাৎ পেয়েছে লোপ।
ভালো থাকা আর ভালো লাগা সব
হারিয়েছি নিজ ভুলে,
আজও ভুলের সাগরে ভেসে চলেছি
ঠাঁই মেলেনি কূলে।
হারানোর যা ছিল সবই তো শেষ
বাকি শুধু এ ধরাতে ঠাঁই,
তাই আজ শেষের শেষ প্রান্তে শেষ আশায় বসে
সর্ব শেষের অপেক্ষায়।