কথা ছিলো ঘুম ভাঙবে
মুয়াজ্জিনের ডাকে,
এখনতো গায়ে গরম রক্ত
আজানের খেয়াল কে রাখে?
নামাজ রোজার ধারে কাছে নেই
শূন্য গুনাগুনে,
আমি তো কলঙ্ক মুসলিম জাতির
ঘুমাই আজান শুনে।
দুপুর বেলা ক্লান্ত শরীর
যোহরটা থাক বাকি,
এতে স্রষ্টার কিছু যায় আসে না
নিজেকেই দিচ্ছি ফাঁকি।
বিকেল হলেই কাউলতিশ্বরে
বসি গিয়ে রোজ,
আছর মাগরিব যায় পেরিয়ে
রাখিনি কভূ খোঁজ।
রাতে বাড়ি ফিরেই নতুন করে
জাগে ফোনের নেশা,
এভাবেই কাটে রোজ রজনী
হয়না পড়া এশা।
সারা জীবন পরেই আছে
নামাজ রোজার তরে,
চলুক না কিছুদিন এভাবেই আর
কাটাই আনন্দ করে।
হঠাৎ কারণ ছাড়া কিছু না ভেবে
আনমনে থাকি চেয়ে,
ভবিনি কখনো সময় পেরুচ্ছে
মরণ আসছে ধেয়ে।
বাস্তবতাকে ভুলে গিয়ে আজ
আপন করে ইহলোক,
করেছি যা শতকে তার
নব্বই ই অহেতুক।