আমার আকাশ মেঘলা ভীষণ
বৃষ্টি নামে রোজ,
তবু রোদকে আমি তুচ্ছ করে
মেঘের করি খোঁজ।
কারো কাছে রোদ প্রিয়
কারো আবার বৃষ্টি,
আমার কাছে তুচ্ছ সবই
মেঘকে লাগে মিষ্টি।
মেঘটা আমার ভীষণ প্রিয়
মনের আকাশে উড়ে,
তবে আমিও যদি শূন্যে মিলাই
সে কি তাকাবে না ঘুরে?
জানি মেঘ হলে আমার মনোধরায় রবে
আষাঢ় বারো মাসি,
তবু রোদকে চাইনা শুধুই আমি
মেঘকে ভালোবাসি।