সকাল যদি হয় দুপুরে
রাত্রি হবে ভোরে ,
সফলতা রবে বহুদূরে পরে
খাবে ব্যর্থতায় কুঁড়েকুঁড়ে।
অলসতা নিবে বুকে জড়িয়ে
জীবন বিষন্নতায় ভরা,
কি লাভ দিয়ে ভাগ্যের দোষ
এতো নিজ হাতেই গড়া।
দুঃখ বিলাসীও সুখ পিপাসু
সুখের পায়না দেখা,
সুখের সন্ধান আছে কোরআনে
স্পষ্ট ভাবে লেখা।
কপালে নাকি সুখ থাকলে
আপনা আপনি আসে ঘরে,
আল্লাহ তো বলেছেন মানুষ তাই পায়
যা সে চেষ্টা করে।
চেষ্টা করে মানুষ আকাশে
পাখির মতো উড়ে ,
আবার কেউ চেষ্টা ছাড়া শুধু ভাবতে ভাবতে যায়
সফলতা থেকে বহুদূরে।
রঙিন ধরায় জীবন আঁধার
সবটাই নিজ ভুলে,
সময় থাকতে ঘুরে না দাঁড়ালে
ঠাঁই হবে না কোন কূলে।
স্রষ্টা ধরায় ছেড়ে দিয়েছেন
যায় যা ইচ্ছে করা,
একে স্বাধীনতা বলে বেলা শেষে দেখি
জীবন ভুলে ভরা।