বেলা ফুরিয়ে সন্ধ্যে আসে
নিয়ম একই রোজ,
তবু একবার চলে গেলে
কভু মিলে না খোঁজ ।
সময় চলে নিজ নিয়মে
আটকাবে কোন জনে,
চলে যাবে ধরার সবে
অজানা কোন ক্ষণে।
সময়টা খুব দূরে নয়
হতে পারে আজ,
সৃষ্টিকর্তার তরে তুমি
কি করেছো কাজ?
ভেবে দেখো একলা বসে
মরণ কত কাছে,
জাহান্নাম থেকে মুক্তির জন্য
কিবা তোমার আছে ?
সময় থাকতে ভরে ফেলো
তোমার পুণ্যের খাতা,
জীবনটাকে মনে করো না
তুচ্ছ ঝরা পাতা।